Deguajhar Traffic Jam

ডেঙ্গুয়াঝার রেলগেটে মারাত্মক যানজট, চরম দুর্ভোগ

জেলা

বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও হয়নি কাজ জলপাইগুড়ি শিলিগুড়ি বিকল্প সড়কের মাঝে ডেঙ্গুয়াঝার চা বাগান সংলগ্ন রেলগেটই যেন পথ আটকে দাঁড়িয়ে আছে, দিনের অধিকাংশ সময়। আসামগামী রেলপথে আটকে থাকা মানুষের মুখে একটাই প্রশ্ন, কখন মিলবে মুক্তি? জলপাইগুড়ি রোড স্টেশনের  আগের এই রেলগেট ঘিরে মানুষের দুর্ভোগ চরমে। (দেখুন ভিডিও)
জলপাইগুড়ি রোড স্টেশনের ডেঙ্গুয়াঝার এলাকার কাছাকাছি একটি রেলগেট ঘিরে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন এই রাস্তায় চলাচলকারী মানুষ। ওই রেলগেটে একের পর এক দূরপাল্লার ট্রেন যাতায়াত করায় গেট বন্ধ থাকে দীর্ঘ সময় ধরে। ফলে প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় যানবাহন ও পথচলতি মানুষদের। বিশেষ করে বাইপাস রোডের এই গেটটি শিলিগুড়ি, ভোরের আলো কিংবা ডুয়ার্সগামী পর্যটন রুটের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল—যার কারণে সমস্যার মাত্রা আরও বাড়ছে।পরিস্থিতি এমন যে, অ্যাম্বুল্যান্স কিংবা জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ে মাঝপথে। রোগী থাকলে আরও বাড়ে উদ্বেগ। 

Comments :0

Login to leave a comment