BRIGADE

ব্রিগেড: শ্রমকোডের বিরুদ্ধে ধর্মঘট সফল করার আহবান অনাদি সাহু’র

রাজ্য ব্রিগেড

ছবি অমিত কর

প্রতীম দে
শ্রমজীবী মানুষের ডাকে এই ব্রিগেড। দেশে গভীর সঙ্কট তৈরি হয়েছে। মোদী সরকার পুঁজিপতিদের সাথে এক হয়ে শ্রমজীবীদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। বিজেপিতে দেশ বিরোধী অর্থনৈতিক নীতি মানুষের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। তীব্র বেকারী, দেশে বৈষম্য বাড়ছে। মানুষের জীবন জীবিকা আজ প্রশ্নের মুখে। রবিবার ব্রিগেড সমাবেশে কথাগুলি বললেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অনাদি সাহু। তিনি বলেন, মোদী সরকারের কর্পোরেট তোশনের কারণে রাষ্ট্রায়ত্ত শিল্প আক্রান্ত। খাদ্যের অধিকার স্বাস্থের অধিকার কেড়ে নিচ্ছে। জাতীয় সম্পদ লুঠ করে পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। মানুষের সাথে বেইমানি করছে কেন্দ্রের বিজেপি সরকার।
উদার অর্থনীতির আক্রমণের পাশাপাশি চলছে সাম্প্রদায়িক বিভাজন। এর পরিণতি মেরুকরণের রাজনীতি। মুর্শিদাবাদ এই রাজনীতির ফলাফল। তৃণমূল গোটা রাজ্যে এর সাথে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে, এর জন্য এই বাংলায় দাঙ্গা হচ্ছে। দেশের সংবিধান আক্রান্ত। বহুত্ববাদী সংস্কৃতি আক্রান্ত। সাহু বলেন, এই দেশ যখন ব্রিটিশ সরকার ছিল তখনকার শ্রম আইন বদলে ওরা শ্রমিকের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিতে চাইছে। লকডাউনের সময় চোরের মত শ্রম কোড চালু করেছে এর বিরুদ্ধে ২০ মে ধর্মঘট হবে। আমরা শ্রমিক শ্রেণির অধিকার ছাড়বো না। এই শ্রমিকদের অধিকার কেড়ে নেবে শ্রম কোড। এই আইন চালু হলে আমাদের দেশের ৭৫ ভাগ শ্রমিক শ্রম আইনের বাইরে চলে যাবে, কোন সামাজিক সুরক্ষা থাকবে না মমতার দুর্নীতির জন্য রেগার কাজ বন্ধ। রাজ্যের এই দুই বিভেদকারি শক্তির বিরুদ্ধে লড়াই। 


 

Comments :0

Login to leave a comment