Asia Cup 2025

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ

খেলা

সুপার ফোরে জায়গা করে নিল বাংলাদেশে। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হয়। শ্রীলঙ্কাকে হারিয়ে অনবদ্য শুরু বাংলাদেশের। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। শেষে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যাবধানে হারিয়ে দিল বাংলাদেশ। বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। 
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে এদিন সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন দাসুন শানাকা। শুরুটা অবশ্য বেশ আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দাসুন শানাকা করেন ৬৪ রান। ৩৭ বলে ৩টি চার ও ৬ টি ছক্কার বিনিময়ে। ৪৫ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন সাইফ। কুসল মেন্ডিস করেন ৩৪ রান। পাথুম নিসাঙ্কা ২২, চারিথ আসালঙ্কা ২১ ও কুসল পেরেরা করেন ১৬ রান।  বাংলাদেশের হয়ে ২০ রানে ৩ উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান।  শেখ মেহেদি ২টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট সংগ্রহ করেন। শুরুটা মোটেই ভালো ছিল না বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলেই খালি হাতে ফেরেন ওপেনার তামিম। 
দ্বিতীয় উইকেট জুটিতে ৩৪ বলে ৫৯ রান যোগ করেন লিটন ও সাইফ। সপ্তম ওভারে লিটনকে ফেরান হাসারাঙ্গা। ১৬ বলে ২৩ রান করে ফেরেন বাংলাদেশের অধিনায়ক।
শেষ ওভারে পরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশের কিছুটা চাপ তৈরি হলেও এক বল আগেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তুলে টাইগাররা ম্যাচ জিতে নেয়। সাইফ হাসান এবং তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

Comments :0

Login to leave a comment