টানা পাঁচ ম্যাচ জিতে সুপার ফোরের এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালের টিকিট পেল সূর্যকুমারের দল। বুধবার ৪১ রানে বিরাট ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার। ব্যাটে হাতে অভিষেক শর্মার আগ্রাসী ইনিংস। তারপর ভারতীয় বোলারদের সম্মিলিত পারফরম্যান্সের জয়ের পথ মসৃণ হলো। জসপ্রীত বুমরার বুদ্ধিদীপ্ত বোলিং। কুলদীপ যাদবের ঘূর্ণিতে খেই হারালো বাংলাদেশ।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে কঠিন পরীক্ষার সামনে ফেলে দেয় বাংলাদেশ। শুরুটা মন্থর গতিতে হলেও দ্রুত ম্যাচ ধরে নেয় ভারতীয় দুই ওপেনার। প্রথম তিন ওভারে বিনা উইকেটে ১৭। সেখানে অভিষেক শর্মা ও শুভমন গিলের তাণ্ডবে পাওয়ার প্লে’শেষে ভারতের রান ৭২। প্রথমে মার শুরু করেন গিল। নাসুমের দ্বিতীয় ওভারে দু’জন মিলে নেন ২১। তাঁর শেষ বলে ছক্কা হাঁকিয়ে ছন্দ ফিরে পান অভিষেক। এরপর আর তাঁকে আটকানো যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে আরও বিধ্বংসী মেজাজে দেখা গেল তাঁকে। ইনিংসের পঞ্চম ওভারেই মুস্তাফিজকে জোড়া ছক্কা মারেন অভিষেক। দ্বিতীয় বলে লং অনের উপর দিয়ে, শেষ বলে এগিয়ে এসে থার্ড ম্যানের উপর দিয়ে! ষষ্ঠ ওভারে মহম্মদ সাইফুদ্দিনের ওভারে চারটে চার অভিষেকের। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মারা অবসরে যাওয়ার পর, ক্রিকেটপ্রেমীরা টিভি পর্দায় চোখ রাখছেন অভিষেকের তাণ্ডব দেখার জন্য। চলতি এশিয়া কাপে দৃষ্টিনন্দন ব্যাটিং করে রোজই বিনোদন দিচ্ছেন অনুরাগীদের। এই প্রতিযোগিতায় তাঁর স্ট্রাইক রেট দুশোর উপর। সুপার ফোরে জোড়া ফিফটি। সবমিলিয়ে পাঁচ ম্যাচে তাঁর রান ২৪৯। এদিন ২৫ বলে অর্ধশতক করেন অভিষেক। পাওয়ার প্লে শেষে শুভমন গিল (২৯) ও শিবম দুবে (২) ফিরে গেলেও দলের রানের গতি কমেনি তাঁর জন্যই। রিশাদ হোসেনকে মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন দু’জনেই।
অধিনায়ক সূর্যের জন্য ভুল বোঝাবুঝি রান আউট হন অভিষেক। থামলেন ব্যক্তিগত ৭৫ রানে। ৩৭ বলের আগ্রাসী ইনিংসে বাউন্ডারি সংখ্যা ১১ টি। ছয় পাঁচটি। অভিষেক প্যাভিলিয়নে ফেরার পাঁচ বলের মধ্যে ফিরলেন সূর্য (৫)। প্রথম ওভারে ৭২ থেকে পরের ছ’ওভারে ৪০ রান তুলতে চার উইকেট হারায় ভারত। রান পেলেন না তিলক (৫)। হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের সুবাদে ভারত ১৬৮ অবধি পৌঁছায়।
রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান (৬৯) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বাংলাদেশের দ্বিতীয় কোনও ব্যাটার ন্যূনতম ত্রিশের গণ্ডি পেরোয়নি, ভারতীয় বোলারদের দাপটের সামনে। ইমন ফিরতেই বাংলাদেশ ব্যাটিং বিভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১২৭ রানে শেষ হয় জাকের আলিদের ইনিংস।
বাংলাদেশকে হারিয়ে ভারত উঠল এশিয়া কাপের ফাইনালে। বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যে জিতবে তারাই ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
India vs Bangladesh
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

×
Comments :0