earthquake

ফিলিপাইন্সে ভূমিকম্প মৃত অন্তত ৬৯

আন্তর্জাতিক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফিলিপাইন্স। বাড়ছে মৃতের সংখ্যাও। মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় একটি প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন।
জখম হয়েছে অন্তত ১৪৭ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। সংবাদ সংস্থার খবরে জানা গেছে ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের পর থেকে উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সিভিল ডিফেন্স আধিকারিক রাফি আলেজান্দ্রো এদিন সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টার আগে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষের ভিড়ে রীতিমতো উপচে পড়ছে।

Comments :0

Login to leave a comment