বর্ধমানের মেমরিতে এক বিএলও’র মৃত্যুতে ‘অতিরিক্ত চাপের’ অভিযোগ তুলল পরিবার।
জানা গিয়েছে, এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই বিএলও নমিতা হাঁসদা। কালনা হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পেশায় তিনি অঙ্গনবাড়ি কর্মী। মেমারি থানার অন্তর্গত বোহার-২ গ্রাম পঞ্চায়েতের চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি।
তাঁর স্বামী মাধব হাঁসদা অভিযোগ করেন, "বিডিও অফিস থেকে চাপ দেওয়া হচ্ছিল যত দ্রুত সম্ভব ফর্ম বিলি করার জন্য। প্রতিদিন রাত অবধি কাজ করতে হচ্ছিল। গতকাল সন্ধ্যায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ব্রেন স্ট্রোক হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।’’
স্থানীয় বিডিও আয়েশা রানি জানিয়েছেন যে ঘটনাটির খবর পেয়েছেন। তদন্ত করা হচ্ছে। তাঁর বক্তব্য, যে বিএলও-রা অসুস্থ তাঁদের ডিউটি থেকে বাদ দেওয়া হয়েছে।
BLO DEATH
বর্ধমানে বিএলও-র মৃত্যু, পরিবার বলছে ‘কাজের চাপ’
×
Comments :0