BOOK REVIEW \ MAKE IN INDIA — PRODOSH KUMAR BAGCHI \ MUKTADHARA \ 27 DECEMBER 2024

বই \ মোদীর হাতেই ভরাডুবি হচ্ছে ভারতের  : প্রদোষকুমার বাগচী \ মুক্তধারা \২৭ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

BOOK REVIEW   MAKE IN INDIA  PRODOSH KUMAR BAGCHI   MUKTADHARA  27 DECEMBER 2024

বই

মোদীর হাতেই ভরাডুবি হচ্ছে ভারতের 

প্রদোষকুমার বাগচী

মুক্তধারা


কলামিস্ট, লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবে আকার প্যাটেল একটি পরিচিত নাম। দীর্ঘদিন ধরে রাজনৈতিক  
ঘটনাবলীর বস্তুনিষ্ঠ পর্যবেক্ষক হিসাবে কাজ করে সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ‘প্রাইস অব দ্য মোদী ইয়ার্স’ শীর্ষক  
একটি বই লেখেন। ঐ বইতে তিনি নরেন্দ্র মোদীর অধীনে ভারতের কী হাল হয়েছে তার বাস্তব অবস্থা ও সর্বোপরি ভারতের  
কর্মক্ষমতার চেহারাটকে উন্মুক্ত করে দিতে চেয়েছেন। এর জন্য তিনি নানা ধরনের তথ্যের সমাহার ঘটিয়েছেন।
মোদীর পূর্বসূরি মনমোহন সিং একবার বলেছিলেন, প্রধানমন্ত্রী হিসাবে মোদী ভারতের  দুর্যোগের কারণ হবে। এই বই  
দেখাচ্ছে সেই দু্র্যোগের চেহারাটা মোদী নিজের উদ্যোগে অতি নিপুণভাবে  কারুকার্যময় করে তুলেছেন এবং তাঁর পূর্বসূরির  
ভবিষ্যৎবাণীকেও বৃথা হতে দেয়নি। ২০১৪ সাল থেকে ভারতের ইতিহাসে সেই দুর্যোগ নেমে এসেছে অর্থনীতি, জাতীয়  
নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক, আইন এবং বিচার বিভাগ থেকে শুরু করে ফেডারেলিজম ও  মিডিয়া সহ সর্বত্র।  আমরা যখন  
ঘটনা ঘটে তখন তা কয়েক ঘণ্টা কি কয়েকদিন  মনে রাখি। তারপর ভুলে যাই। কিন্তু মোদীর কীর্তিকাহিনিকে মনে রাখা  
দরকার। এই বইয়ে সেই তথ্যগুলিকে  সেভাবেই সন্নিবেশিত করা হয়েছে যা কেবল রেকর্ড হিসাবে নয়, সময়টাকেও বুঝতে  
সাহায্য করতে পারে। প্রত্যেক ভারতীয়রই এই বই পড়া উচিত।
Price of The Modi Years
Aakar Patel. Vintage Books. Rs. 354/-

Comments :0

Login to leave a comment