বই — মুক্তধারা, বর্ষ ২
একটি জীবন
প্রদোষকুমার বাগচী
জীবদ্দশাতেই কার্ল মার্কস সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দার্শনিকের মর্যাদা পেয়েছিলেন। পরে গোটা বিংশ শতাব্দী জুড়ে ছিল তারই আধিপত্য। আজ একবিংশ শতকে তাঁর মাথায় উঠেছে হাজার বছরের শ্রেষ্ঠ চিন্তাবিদের শিরোপা। একবিংশ শতকের নতুন পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের ঘরে আজও তাঁরই আসন পাতা। অথচ এই মানুষটিই তাঁর জীবদ্দশা থেকে সবচেয়ে বেশি ধিক্কৃত হয়েছেন, নিন্দিত হয়েছেন নানাভাবে। দশকের পর দশক ধরে শোনা গেছে মার্কসবাদ মৃত। কেউ চেয়েছেন মার্কসবাদের সংস্কারমুখী চেহারা।
কেউ বা চেয়েছেন তার অতি মার্কসবাদী রূপ। এভাবে মার্কসবাদকে শেষ করে দেওয়ার চেষ্টাও কম হয়নি। ঊনবিংশ শতক থেকে আজ অবধি রাজনৈতিক, দার্শনিক ও অর্থনৈতিক দিক থেকে তাঁকে ঘিরে, পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। শ্রমজীবী মানুষ তাঁকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখেন, বুর্জোয়ারা তাঁর মুণ্ডপাত করেন, মার্কস যে বেঁচে রয়েছেন এসবই তার প্রমাণ। কিন্তু ব্যক্তিগতভাবে কেমন ছিলেন দাঁড়ি গোঁফওয়ালা এই মানুষটি? তাঁর ছাত্রজীবন? কেমন ছিলেন প্রেমিক মার্কস? একদা বাল্যকালে ট্রিয়রে যাঁকে ঘুরতে দেখা যেত বাবার হাত ধরে, পরে কীভাবে তিনি হয়ে উঠলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী দার্শনিক, কীভাবে অপরাজেয় হয়ে উঠল মার্কসবাদ, জানতে পড়তে হবে এই বই।
Karl Marx : A Nineteenth Century Life
Jonathan Serber. W. W. Norton & Company, London, $35.00
Comments :0