বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আগুন ছড়িয়ে পুড়ে গিয়েছে অন্তত ২০০শো বাইক। শনিবারের আগুনে শর্ট সার্কিট থেকে লেগেছে বলে অনুমান রেল কর্তৃপক্ষের।
স্টেশনে শুক্রবার রাতে শর্ট সার্কিট ধরা পড়েছিল। ইলেকট্রিশিয়ানরা সেই সমস্যা মিটিয়ে দেন। কয়েক ঘন্টা বাদে ফের শর্ট সার্কি হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে কর্তৃপক্ষ।
জিআরপি জানিয়েছে পুড়ে যাওয়া দু’চাকার যানের বেশিরভাগই রেলের কর্মচারীদের।
এক রেল কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর অভিজ্ঞতা। রাতে আগুন লাগার খবর পেয়ে নিজের বাইক নিরাপদ মনে করে অন্য জায়গায় সরিয়েছিলেন তিনি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রক্ষা পায়নি তাঁর বাইকও।
Baranasi Station Fire
বারাণসীর স্টেশনে আগুন, পুড়ল ২০০ বাইক
×
Comments :0