Bus Strike Cancelled

আপাতত স্থগিত বাস ধর্মঘট

রাজ্য কলকাতা

বৃহস্পতিবার থেকে ধর্মঘট হচ্ছে না। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং পরিবহণ সচিব সৌমিত্র মোহন সহ অনান্য আধিকারিকদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করে বাস মালিকরা। তারপর সিন্ডিকেট জানিয়ে দেয় আপাতত বাস ধর্মঘট স্থগিত। তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বাস মালিকরা। তার মধ্যে দাবিপূরণ না হলে ফের ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন বাসমালিকরা।
সোমবার ও মঙ্গলবার গত দু'দিন একাধিক বৈঠক হয়েছে। তাতে মেলেনি কোনও সমাধান সূত্র। মঙ্গলবার পরিবহণ সচিব-সহ সমস্ত ডিসিদের নিয়ে বৈঠকও হয়। সেখানেও মেলেনি সমাধান। তারপর ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থেকেছে বাসমালিকরা। তারপর পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বাস মালিক সংগঠনকে সমস্যা সমাধানের জন্য বুধবার বৈঠক করার কথা বলেন। এদিন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং পরিবহণ সচিব সৌমিত্র মোহন সহ অনান্য আধিকারিকদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়। জানা গেছে বাস মালিকদের দাবিগুলি বিবেচনার আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করে দেন বাসমালিকরা। জানানো হয় আপাতত  ১ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধর্মঘটের পথে হাঁটবেন না বাস মালিকরা।
ভাড়া বৃদ্ধি, পুরানো বাসগুলিকে অতিরিক্ত দু’বছর চলতে দেওয়া সহ একগুচ্ছ দাবিতে ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। মঙ্গলবার এনিয়ে বাস মালিক সংগঠনগুলির প্রতিনিধি, পরিবহণ দপ্তর ও পুলিশের মীমাংসা বৈঠক ফের ভেস্তে যায়। ৭২ ঘণ্টার বাস ধর্মঘটে অনড় থাকেন বেসরকারি বাস মালিক সংগঠন সমূহ। ত্রিপাক্ষিক বৈঠকে বাস মালিকদের দাবিগুলি নিয়ে কোনও সিদ্ধান্তের কথা না হওয়ার জেরেই নাকি এমন তিনদিন ধর্মঘট চালানোর সিদ্ধান্ত। বৈঠক ভেস্তে যাওয়ার পর বাস মালিকদের সংগঠনের তরফে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টার রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন এই পাঁচটি সংগঠনের তরফে তিনদিনের এই বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। মালিক সংগঠনগুলির দাবি, ২০১৮ সালের পর আর বাসের ভাড়া বাড়ানো হয়নি। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে। এই আবহে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। যাত্রী হয়রানির কথা ভেবে ধর্মঘট তুলে নেওয়ার জন্য পরিবহণ দপ্তর আহ্বান জানালেও কাজের কাজ হয়নি। সোমবার বেশ কয়েকটি বাস মালিক সংগঠনকে নিয়ে পরিবহণ দপ্তর বৈঠকে বসেছিল। কিন্তু সেটাও ভেস্তে যায়। মঙ্গলবারও অচলাবস্থা কাটেনি। পরপর দুবার নিষ্ফলা বৈঠকের পর যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করেই মঙ্গলবার রাতে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসুকে ফোন করেন এবং বাস মালিকদের কী কী সমস্যা রয়েছে তা জানতে চান। সংগঠনের দাবিদাওয়াগুলিও নিয়ে বাসমালিকদের এদিন সকালে সাড়ে এগারোটায় লালবাজারে যেতে অনুরোধ করেন। এদিন বাস মালিক সংগঠন লালবাজারে যায় এবং তারপরেই তিনদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়ে দেয় বেসরকারি বাস সংগঠনগুলি। 
বৈঠক শেষে এসদিন বেঙ্গল বাস সিন্ডিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে বাস সংগঠনের পক্ষ থেকে যে পুলিশের জুলুম বন্ধের মতো একাধিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ সেগুলি খতিয়ে দেখা হবে এবং পরিষেবা বন্ধ না করার বিষয়ে সংগঠনের কাছে আবেদন জানানো হয়। এই আশ্বাস পেয়েই বুধবার সংগঠনের পক্ষ থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment