Dabgram CPI(M)

তৃণমূল ছেড়ে সিপিআই(এম)-এ যোগ ডাবগ্রামের ৫০ টি পরিবারের

জেলা

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে লাল ঝান্ডা নিজের কাঁধে তুলে নিচ্ছেন। দুর্নীতি মুক্ত সরকার গড়ে তোলার লক্ষ্য নিয়ে সিপিআই(এম) এ সামিল হচ্ছেন মানুষ। হাতে তুলে তুলেনিলেন লাল ঝান্ডা। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের আশরাফ নগর এলাকার পঞ্চাশটি পরিবার যোগ দিলেন সিপিআই(এম)-এ। সিপিআই(এম) ডাবগ্রাম ৩ নম্বর এরিয়া কমিটির অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের আশরাফ নগরের এই পরিবারগুলি সিপিআই(এম)এ যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। এরপরেই রবিবার সন্ধ্যার পর সিপিআই(এম) ডাবগ্রাম ৩নম্বর এরিয়া কমিটির দপ্তরে এক সভায় তৃণমূল দল ছেড়ে বেরিয়ে আসা পরিবারগুলোর হাতে পার্টির লাল ঝান্ডা তুলে দেন সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক। উপস্থিত ছিলেন দিলীপ সিং, গনেশ ঘোষ, দীপঙ্কর সাহা প্রমুখ। মহম্মদ আকবরের নেতৃত্বে পরিবারগুলি সিপিআই(এম) এ যোগ দেন। দল ছেড়ে বেরিয়ে আসা এই সমস্ত মানুষের বক্তব্য, তৃণমূল ও বিজেপি’র নানা মিথ্যে প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েই সিপিআই(এম) থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। ভুল বুঝে ফিরে এসেছি। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সাধারণ মানুষের ওপর আক্রমণ নামিয়ে আনা, তৃণমূলের নানা বিভ্রান্তি ও ভাঁওতার প্রতি বীতশ্রদ্ধ হয়ে এবং বিজেপি’র সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেবার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দল ছেড়েছেন বলে জানান সিপিআই(এম)-এ যোগদানকারীরা। সম্প্রতি চলতি বছরের জুন মাসে এই আশরাফ নগর এলাকা থেকেই ১৫টি পরিবার সিপিআই(এম) এ যোগ দিয়েছেন। 
সভায় সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস দলের কোন নীতি নৈতিকতা নেই। মানুষের জীবন জীবিকা আক্রান্ত। গণতন্ত্র আক্রান্ত। কেন্দ্র ও রাজ্যের দুই সরকারই জনস্বার্থ বিরোধী নীতি চলেছে। তৃণমূল ও বিজেপি এই দুই সরকারের নীতির মধ্যে কোন ফারাক নেই। দুই সরকারই দুর্নীতি ও জনস্বার্থবিরোধী বিভিন্ন নীতি নিয়ে চলছে। আপাদমস্তক দুর্নীতিতে ভরা দুই সরকার। দুই সরকারের দেওয়া কোন প্রতিশ্রুতিই আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বরং উল্টোটাই হয়েছে। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের সময়ে গণতন্ত্রের ওপর ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। সাম্প্রদায়িকতার বিপদ বাড়ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এই মুহুর্ত্বে বামপন্থীরাই মানুষের কাছে একমাত্র গ্রহনযোগ্য শক্তি। বামপন্থী তথা সিপিআই(এম)কে আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

Comments :0

Login to leave a comment