আইআইটি ছাত্রের রহস্য মৃত্যু। খড়্গপুর আইআইটিতে ঘটেছে ঘটনাটি। রবিবার সকালে ওই ছাত্রের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম মহম্মদ আসিফ কামার (২২)। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে। শেষ ৪ মাসের মধ্যে ৩ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে মৃত ছাত্র খড়্গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের পড়ুয়া। আসিফ বিহারের শিওহর জেলার। বর্তমানে থাকতেন খড়্গপুর আইআইটির মদন মোহন মালব্য হলের এসডিএস ব্লকের একটি ঘরে। শনিবার রাত থেকেই তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। তাঁর সহপাঠীরা বার বার ডাকাডাকি করলেও সে সাড়া দেয়নি। সন্দেহ হওয়ায় সহপাঠীরাই খবর দেন হস্টেল কর্তৃপক্ষ ও পুলিশকে। রবিবার ভোররাতে আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছোয়। পুলিশই হস্টেলের ঘরের দরজা ভেঙে আসিফের উদ্ধার করে। তাঁকে দ্রুত উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আসিফের দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারের লোকেদের।
প্রশ্ন উঠছে ৪ মাসে ৩ পড়ুয়ার মৃত্যু নিয়ে। আইআইটির মতো দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ছাত্র আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক।
Comments :0