রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রয়াত সিপিআই(এম) নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক প্রবন্ধগুলির একটি সঙ্কলন প্রকাশ করেছে ন্যাশনাল বুক এজেন্সি। মঙ্গলবার প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু ও পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বইটির উদ্বোধন করে বলেছেন, রাজনীতিতে দুর্নীতির এই জমানাতেও যারা ভালো-মন্দের বিভাজন টানতে রাজনীতি নিয়ে বৌদ্ধিক চর্চা করতে চান। তাঁদের চাহিদা পূরণ করবে বুদ্ধদেব ভট্টাচার্যের বাছাই করা লেখাগুলির এই সঙ্কলন। রাজ্য, দেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিতে লেখা এইসব প্রবন্ধের প্রাসঙ্গিকতা এখনও অটুট। বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক চিন্তা কতটা স্বচ্ছ ও প্রসারিত ছিল তার পরিচয় পাওয়া যাবে এই লেখাগুলিতে।
রাজনৈতিক বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ৩৬টি এমন প্রবন্ধ এই বইতে স্থান পেয়েছে যেগুলি বিভিন্ন পত্রপত্রিকায় স্বতন্ত্রভাবে প্রকাশিত হলেও কোনো বই হিসাবে প্রকাশিত হয়নি। ৩২০পৃষ্ঠার বইটির দাম ২৫০ টাকা। এনবিএ’র ডিরেক্টর অনিরুদ্ধ চক্রবর্তী জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের লেখনী দুই ধারাতেই সক্রিয় ছিল, রাজনৈতিক বিষয়ে এবং সাহিত্য ক্ষেত্রে। এখানে কেবল রাজনৈতিক প্রবন্ধ বাছাই করে নেওয়া হয়েছে, পরবর্তীকালে সাহিত্যক্ষেত্রে তাঁর লেখাগুলি নিয়েও একটি বই প্রকাশের পরিকল্পনা আমাদের রয়েছে।
বইটির উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বসু বলেছেন, এই বইতে প্রকাশিত বুদ্ধদেব ভট্টাচার্যের লেখাগুলির স্থায়ী প্রাসঙ্গিকতা রয়েছে। লেনিন, স্তালিনের ভূমিকা, যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে মতাদর্শগত বিষয়ে, ফ্যাসিবাদ বিরোধিতায়, দার্জিলিঙের বিচ্ছিন্নতার প্রশ্নে, ভিয়েতনাম সম্পর্কে, প্রমোদ দাশগুপ্তের সঙ্গে চীনে গিয়ে তাঁর অভিজ্ঞতা নিয়ে লেখা পিকিং ডায়েরি, কিউবায় মার্কিনী অবরোধের মোকাবিলা করে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে অগ্রসর হওয়া নিয়ে হাভানা ডায়েরি, মাও জে দঙের অপব্যখ্যা করা মাওবাদী অপপ্রয়াস সম্পর্কে, সমসাময়িক কর্মসংস্থানের জন্য কৃষির উন্নয়নের ভিত্তিতে শিল্পায়নের সম্পর্কে লেখা এই বইতে রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর স্বল্প সময়ের মধ্যে এনবিএ প্রকাশিত এই বই পাঠকদের ভালো লাগবে বলেই মনে হয়।
BUDDHADEB BHATTACHARYA
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রবন্ধ সঙ্কলন প্রকাশ
×
Comments :0