Lalgola SIR CPI-M

লালগোলায় ভোটারদের নাম দিয়ে ব্যানার সিপিআই(এম)’র

জেলা

লালগোলার ফতেপুরে ভোটার তালিকা বড় ব্যানারে ছাপিয়ে দিয়েছে সিপিআই(এম)।

কোনও বৈধ ভোটদাতার ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। মৃত এবং স্থানান্তরিত ভোটদাতাদের নাম বাদ দিতে হবে। সেই লক্ষ্য নিয়েই এসআইআর প্রক্রিয়ায় শামিল সিপিআই(এম)। 
রাজ্যের বিভিন্ন প্রান্তে কমিশনের বুথ আধিকারিক (বিএলও)-দের সঙ্গে বাড়ি বাড়ি ঘোরার কাজে থাকছেন সিপিআই(এম)’র বুথ এজেন্টরা।
মুর্শিদাবাদের লালগোলার ফতেপুরে সহযোগিতা শিবিরে বিশাল করে দেওয়া হয়েছে ২০০২ সালের ভোটার তালিকা। স্থানীয়দের যাতে নাম খুঁজে পেতে অসুবিধা না হয়। 
এর মধ্যে ভাঙড়ে এক যুবকের আত্মহত্যা ঘিরে এসআইআর আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে। 
ভাঙড়ের জয়পুরে সফিকুল গাজি নামে এক ব্যক্তি আত্মঘাতী হন। তিনি উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভাঙড়ে শ্বশুরবাড়িতে থাকছিলেন বলে একাংশের বক্তব্য।  
সফিকুলের স্ত্রীয়ের দাবি পরিচয়পত্র নেই বলে এসআইআর আতঙ্ক নিয়ে বলছিলেন গত কয়েকদিন। তবে মৃতের ভাইয়ের বক্তব্য তাঁর দাদার এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ ছিল না।
উল্লেখ্য এসআইআরকে ব্যবহার করে প্রতিদিন প্রতিটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূল বলছে এসআইআর করতে দেবে না। বিজেপি বলছে ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এসআইআর হলে। বলে রাখা ভালো এসআইআরের ফলে মৃত এবং অন্যত্র স্থানান্তরিত হয়ে যাওয়া ব্যাক্তিদের নাম বাদ যাবে বলে কমিশন বলেছে।
সিপিআই(এম) যখন বলছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তখন আতঙ্ক ছড়াচ্ছে দুই দল। রাজনীতি হচ্ছে মানুষের মৃত্যু নিয়ে চাওয়া হচ্ছে বিচার, কিন্তু আরজি করের বিচার নিয়ে কোন কথা নেই দুই দলের নেতাদের মুখে।

Comments :0

Login to leave a comment