Debabrata Ghosh

রাজ্য রাজনীতিতে মোড় ঘোরাতে পারবে এই সম্মেলন, দেবব্রত ঘোষ

রাজ্য জেলা

মঙ্গলবার সিপিআই(এম)’র ২৭তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের প্রতিনিধি অধিবেশনের সমাপ্তির পর ডানকুনি ফুটবল ময়দানে প্রকাশ্য সমাবেশ শুরু হয়। সমবেশে মঞ্চে হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলনে পরিণত হয়েছে। সম্মেলন সফল করতে জেলার কমরেডরা যেই ভূমিকা পালন করেছেন তাতে জেলার বামপন্থী আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। এই মাঠ আজ ছোট পড়েছে এই সমাবেশের জন্য। গোটা রাস্তায় মানুষ থিক থিক করছে। এই সমাবেশে জন্য বিষ্ফোরণ ঘটেছে। মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে। তিন মাস যাবত সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই সেম্মলনের বার্তা ৬ লক্ষ্য পরিবারের কাছে আমরা পৌছাতে পেরেছি। মানুষ যে ভাবে পাশে দাঁড়িয়েছে তাতে আমরা কৃতজ্ঞ। ২০১১ সালের পর এরাম সমর্থন পাওয়া যায়নি। সম্মেলন সফল করতে মানুষ যেই ভাবে এগিয়ে এসেছে তা আমাদের কাছে পাওনা। ডানকুনি স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন জানাই আমাদের এই মাঠে সমাবেশ করতে দেওয়ার জন্য। তিনি বলেন, এবারের সম্মেলন নিছক কিছু আলোচনা করার জন্য নয়। এই সম্মেলন রাজ্য এবং দেশে চলতে থাকে নৈরাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেওয়া হয়েছে। ধারাবাহিক ভাবে মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, তবেই সাফল্য আসবে। এই সম্মেলন রাজ্য রাজনীতিতে মোড় ঘোরাতে পারবে।

Comments :0

Login to leave a comment