দেশের ইতিহাসে প্রথম ব্যক্তিগত আয়করের থেকে নেমে গেল কর্পোরেট কর। বেতনের ওপর নির্ভরশীল অংশের বোঝা বাড়িয়ে কর্পোরেটকে ছাড় দেওয়ার নীতির ফলাফল স্পষ্ট ধরা পড়ছে হিসেবে।
জেএম ফিনান্সিয়াল সিকিউরিটিজের একটি রিপোর্টে এই হিসেবের উল্লেখ করা হয়েছে। ২০১৪’র অর্থবর্ষে প্রত্যক্ষ করে আয় করের হার ছিল ৩৮.১ শতাংশ। ২০২৪ অর্থ বর্ষে এই হার বেড়ে হয়েছে ৫৩.৪ শতাংশ।
উলটোদিকে কর্পোরেট করের হার মোট প্রত্যক্ষ করের ৬১.৯ শতাংশ। ২০১৪’র অর্থবর্ষের ওই হার ২০২৪’র অর্থবর্ষে এসে হয়েছে ৪৬.৬ শতাংশ।
হিসেব জানিয়েছে ব্যক্তিগত আয় করদাতার সংখ্যা এই সময়ে ৩ কোটি ৫০ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৬ কোটি ৯৭ লক্ষ। এর মধ্যে সব থেকে বেড়েছে সেই অংশ যাদের আয় কর দিতে হয় আয়ের উৎসে চাপানো কর বা টিডিএস’র কারণে। এই কর থেকে আয় কর রিটার্ন ছাড়াই কর জমা পড়ে লেনদেনের সময়েই সরাসরি। টিডিএস বাবদ আয়কর দাতা ৫ কোটি ৩৮ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৯ কোটি ৯২ লক্ষ।
এই রিপোর্টে বলা হয়েছে যে ঘোষিত বেতন বেড়ে যাওয়ায় অংশ বেড়েছে আয় করে। তবে কর্পোরেট ক্ষেত্রে অল্প একটি অংশের আয়ে বিপুল বৃদ্ধি হলেও বেতনের নিযুক্ত কর্মচারীদের আয় মূল্যবৃদ্ধির তুলনায় বিশেষ বাড়েনি।
একটি বিশ্লেষণে দেখা গিয়েছে ২০১৯’র জুনের তুলনায় ২০২৪’র জুনে স্থায়ী বেতনপ্রাপ্ত এবং অস্থায়ী কর্মচারীদের প্রকৃত আয় বৃদ্ধির হার ১.৭ শতাংশ। টাকার অঙ্কে বৃদ্ধি থেকে মূল্যবৃদ্ধির হার বাদ দিয়ে প্রকৃত আয় হিসেব করা হয়।
Income Tax vs Corporate Tax
মোদীর ছাড়ে আয়করের চেয়ে কম কর্পোরেট কর

×
Comments :0