কারুরে ভিড়ের চাপে ৩৯ জনের মৃত্যুতে গভীর শোক জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। শনিবার অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল টিভিকে’র সমাবেশে ভিড়ের চাপে মৃত্যু হয় তাঁদের। আহতও হয়েছেন অনেকে।
পলিট ব্যুরো বলেছে, চিত্রাভিনেতাকে দেখতে ভিড় এবং অব্যবস্থার কারণে এতজন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সমাবেশের সংগঠক এবং প্রশাসন তার জন্য দায়ী।
এদিন দুপুরে তামিলনাডুর প্রশাসন জানিয়েছে আহতদের একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে টিভিকে’র সমাবেশ ব্যবস্থাপনার ত্রুটি উঠে এসেছে। পুলিশকর্মীর সংখ্যাও পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ উঠেছে।
রবিবার স্থানীয়রা বলেছেন কারুরের ভুলুস্বামীতে যে জায়গায় সমাবেশ আয়োজিত হয় সেখানে ২৫ হাজারের বেশি অনুগামী সমবেত হন ফিল্মস্টার বিজয়কে দেখতে। দীর্ঘক্ষণ এই জমায়েত বিজয়ের জন্যই অপেক্ষা করছিল। রাত ৭.১০ মিনিটে মঞ্চ থেকে ঘোষণা করা হয় চিত্রাভিনেতার বিশেষ ধরনের বাস কাছেই বাইপাসে পৌঁছেছে।
একাংশ বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে পড়ছিল বলে সাময়িক ভাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে হয় প্রশাসনকে। বিজয়ের পৌঁছানোর কথা ছিল বিকেল ৪টেয়। কিন্তু বিকেল ৭টা পর্যন্ত পৌঁছাননি তিনি। ফলে সে সময় অধৈর্য হয়ে ওঠে জনতা। মাঝের তিন ঘন্টায় ভিড়ও অস্বাভাবিক বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়েরা।
একাংশের মত একটি অ্যাম্বুল্যান্সকে জায়গা করে দিতে গিয়ে ধাক্কা ধাক্কি হয়েছে। তবে রবিবার পুলিশ জানিয়েছে অ্যাম্বুল্যান্সে টিভিকে সমর্থকদের ঢিল ছোঁড়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। শনিবার আবার জমায়েতে অংশ নেওয়া একাংশ জানিয়েছিল যে একটি ছোট্ট মেয়ে হারিয়ে গিয়েছে বলে খবর রটে যায়। তাকে খুঁজতে নেমে পড়েন অনেকে। তার জেরেও ঠেলাঠেলি হতে থাকে।
গত সপ্তাহেই এই এলাকায় বিরোধী দলনেতা ই পালানিস্বামী সমাবেশ করেছিলেন। তখন কিন্তু এই বিশৃঙ্খলা দেখা যায়নি।
রবিবারই ভিড়ের চাপে মৃত্যুর ঘটনায় দায়ের মামলার শুনানি হবে চেন্নাই হাইকোর্টে। কারুর কাণ্ডের তদন্ত শেষ না হোয়া পর্যন্ত বিজয়কে সমাবেশ করার অনুমতি স্থগিত রাখার আবেদনে দায়ের হয়েছে এই মামলা।
Karur Stampede
কারুরে মৃত বেড়ে ৪০, মামলা হাইকোর্টে, শোক পলিট ব্যুরোর

×
Comments :0