রবিবার কালনায় সিপিআই(এম) ২৬তম পূর্ব বর্ধমান জেলা সম্মেলন থেকে সৈয়দ হোসেন জেলা সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ৬০ জনের জেলা কমিটি নির্বাচিত হয়। এছাড়াও অমল হালদার এবং অচিন্ত্য মল্লিক বিশেষ আমন্ত্রিত হিসাবে জেলা কমিটিতে আছেন। তাঁরা প্রাক্তন জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য। এই সম্মেলন থেকে পার্টির ২৭তম রাজ্য সম্মেলনের প্রতিনিধি হিসাবে ১৮জনকে নির্বাচিত করা হয়। সম্মেলনে সব থেকে বয়োজ্যেষ্ঠ প্রতিনিধি ছিলেন অধ্যাপক জ্যোতির্ময় ভট্টাচার্য্য(৮৪)। সর্বকনিষ্ঠ প্রতিনিধি উষসী রায়চৌধুরী(২৩)। ২০১১ পর থেকে ভাতাড়ের নজরুল হক’র বিরুদ্ধে শাসকদল ও পুলিশ সাজানো ৪৪টি মিথ্যা মামলা দায়ের করে। সম্মেলনে মোট ৩৩৬ প্রতিনিধি, দর্শক ও সন্মানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিন প্রথম জেলা কমিটির সভা থেকে সৈয়দ হোসেনকে জেলা সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন জেলা কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য। এই সভায় নতুন সম্পাদকের নাম ঘোষণা করেন মহম্মদ সেলিম।
CPIM Purba Bardhaman
পূর্ব বর্ধমানে ফের সিপিআই(এম) জেলা সম্পাদক সৈয়দ হোসেন
×
Comments :0