Panchkolguri

রুখে দাঁড়িয়েছে পাঁচকেলগুড়ি, পাশে থাকার বার্তা সিপিআই(এম)’র

জেলা

ফাইল ছবি

বামফ্রন্ট সরকারের ভূমিসংস্কারে ভূমিহীন মানুষের হাতে দেওয়া হয়েছিল পাট্টা। তৃণমূল সরকারের শাসনে এখন পাট্টার বৈধতা উড়িয়ে জমি দখল চলছে। এমন জমি হাঙরদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শিলিগুড়ি মহকুমার পাঁচকেলগুড়ির বাসিন্দারা। তাদের সাহসী আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হলো সিপিআই(এম)’র সভা থেকে। বৃহস্পতিবার সিপিআই(এম) পাথরঘাটা—চম্পাসারি এরিয়া কমিটির পক্ষে পাঁচকেলগুড়ি এলাকায় প্রতিবাদ সভা হয়েছে। 
মাটিগাড়া ব্লকের পাঁচকেলগুড়ি গ্রামে দীর্ঘ প্রায় ৪০ বছরের বেশী সময় ধরে ৯৮টি পরিবার বসবাস করে আসছে। তাদের হাতে জমির সরকারি পাট্টা রয়েছে। বেশ কয়েক মাস ধরে দুলাল ঘোষ নামে এক দালাল তাদের হুমকি দিচ্ছে। ফাঁকা জমি দখলের চেষ্টা চালাচ্ছে। সমস্ত বিষয় জানানো সত্ত্বেও জমি মাফিয়াদের বিরুদ্ধে মাটিগাড়ার পুলিশ প্রশাসন, বিএলআরও ও বিডিও’র নিষ্ক্রিয়। গ্রামবাসীদের অভিযোগ, দুলাল ঘোষ নামে ওই জমি মাফিয়া ভূমি দপ্তরের সহযোগিতায় সিকস্তি নদীর জমি নিজের নামে করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। পুলিশ প্রশাসনের একাংশের মদতেই এই কাজ করছে জমি মাফিয়ারা। সরকারি পাট্টা থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস আশ্রিত জমির দালালরা ওই গ্রামে ঢুকে গোটা গ্রাম থেকে গ্রামবাসীদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। মাফিয়াদের কথা না মানার জন্য জামিন অযোগ্য ধারায় খুনের মিথ্যা মামলায় ওই জমির মালিকদের ফাঁসানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে। এদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, প্রবীন পার্টি নেতা অশোক ভট্টাচার্য, গৌতম ঘোষ, তাপস সরকার, ঝরেন রায়, জয় চক্রবর্তী, শ্যামল সিং প্রমুখ। সভাপতিত্ব করেন শম্ভু প্রসাদ। নেতৃবৃন্দ বলেন, পাঁচকেলগুড়ি গ্রামের লড়াই শুধু এই গ্রামের মানুষের নয়, সমগ্র জেলাবাসীর ভূমি রক্ষার এই লড়াই। জমি রক্ষার লড়াই এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ন। গভীর ষড়যন্ত্র চলছে রাজ্য জুড়ে। বেশী মুনাফা লাভের জন্য জমি হাঙররা গরীব মানুষকে তাদের জমি থেকে উচ্ছেদের প্রচেষ্টা চালাচ্ছে। চা বাগানেও একইভাবে জমি লুট চলছে। কৃষি জমির অস্তিত্ব বিপন্ন হয়েছে। প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে গরীব কৃষকদের কাছ থেকে জমি নিয়ে কোটি কোটি টাকার কারবার করছে দালালরা। বিগত বামফ্রন্ট সরকারের সময়তে স্লোগান ছিলো ‘লাঙ্গল যার, জমি তার’। বেনামের জমি দখল করে গরীব মানুষের মধ্যে বিলি করেছিলো বিগত বামফ্রন্ট সরকার। কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ও সরকার আশ্রিত জমি মাফিয়ারা জমি দখলের খেলায় নেমেছে। কিন্তু আগামীদিনে কোনভাবেই কোথাও গরীব মানুষের এক ইঞ্চিও জমিও দালাল বা বড় পূঁজিপতিদের হাতে তুলে দিতে দেব না। লড়াইয়ের মাধ্যমে নিজেদের জমি রক্ষা করে পাঁচকেলগুড়ির মানুষ এমন নজির সৃষ্টি করবে। অত্যাচার নামিয়ে আনা হলে ঐক্যবদ্ধভাবে গ্রামবাসীদের প্রস্তুত থাকতে হবে। আজকের সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হলো। প্রয়োজনে এসডিও, বিডিও, বিএলআরও দপ্তর ঘেরাও করে ন্যায্য অধিকার আদায় করবো। লড়াইয়ের ময়দানে থেকেই শেষ দেখে ছাড়বো।
 

Comments :0

Login to leave a comment