অমিত শাহের পদত্যাগের দাবিতে মিছিল টেক্সম্যাকোতে
সংসদের অভ্যন্তরে সংবিধান প্রণেতাদের অন্যতম বিআর আম্বেদকরের প্রতি অবমানকর মন্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অমিত শাহের পদত্যাগের দাবিতে টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির ডাকে প্রতিবাদ মিছিল হয়েছে। বামফ্রন্ট এবং সিপিআই (এমএল) লিবারেশন যৌথভাবে বিক্ষোভ মিছিলটি সংগঠিত করে।
মিছিলের শেষে অমিত শাহের কুশপুতুল জ্বালানো হয়। দেশপ্রিয় নগর এরিয়া কমিটির দপ্তর থেকে কলোনি বাজার হয়ে শহীদ বেদী মোড়ে মিছিল শেষ হয়। পা মেলান ছাত্র-যুব-মহিলারা।
Comments :0