Indian Premier League

আইপিএলে চেন্নাই বনাম রাজস্থান

খেলা

মঙ্গলবার আইপিএলে শেষস্থানীয় দুই দলের লড়াই। নবম ও দশম স্থানে থাকা চেন্নাই ও রাজস্থান একে অপরের মুখোমুখি হবে। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট এবং ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান ও চেন্নাইয়ের প্লে অফে ওঠার সুযোগ খুবই ক্ষীন। এই বছর চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ হলেও পরবর্তীতে অধিনায়ক হিসেবে ফিরে আসেন ধোনি। তবে এই বছর তার অধিনায়কত্ব প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে রিয়ান পরাগের রাজস্থানও ছন্দে নেই এই বছর। লড়াইটি মূলত হতে চলেছে রাজস্থানের বোলিং বনাম চেন্নাইয়ের ব্যাটিংয়ের। খেলাটি হবে সন্ধ্যা ৭:৩০ টায় চিপকে।

Comments :0

Login to leave a comment