কলকাতা লিঘে প্রথমার্ধের শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে মোহনবাগান। এদিন ধীর গতিতে শুরু করেছিল মোহনবাগান। মাঝমাঠে মোহনবাগানের মিংমা শেরপা প্রথম থেকেই নজর কেড়েছেন। দুই উইংয়ে পাস বাড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠকে একাই নিয়ন্ত্রণ করছিলেন মিংমা।তবে প্রতিআক্রমণে বার বার উঠে আসছিল পুলিশ এসি। ম্যাচের ৩১ মিনিটে পুলিশের এনজামুল হকের শট দারুণ দক্ষতা সাথে বাঁচান মোহনবাগান গোলরক্ষক দ্বীপ্রভাত। ৪৮ মিনিটে গোল করে পুলিশ এসিকে এগিয়ে দিয়েছেন মহম্মদ আমিল। সেই গোলের সুবাদেই এগিয়ে রয়েছে পুলিশ এসি।
দ্বিতীয়ার্ধে পাসাং তামাং একটি সুবর্ন সুযোগ মিস করেন। মাঝমাঠে বারংবার শারীরিক সক্ষমতায় আটকে যাচ্ছিলেন মোহনবাগানদের খেলোয়াড়রা। সঞ্জয়, এনজামুলরা দারুণভাবে রক্ষণ সামলাচ্ছিলেন।পুলিশ এসির খেলোয়াড়দের দেখে একদমই মনে হচ্ছিল না যে তারা পেশাদারী খেলোয়াড় মনে। ১-০ গোলে প্রথম ম্যাচে হারের পরই সমর্থকরা কোচ ডেগি কার্ডোজোর উদ্দেশ্যে ' গো ব্যাক ' ধ্বনি তোলেন।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0