Lalan death row

লালন মৃত্যুর তদন্ত সিআইডি ডিআইজি’কে করার নির্দেশ

কলকাতা

লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত নিয়ে তীব্র অষন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। সিআইডি’র তদন্তে খুশি মোটেই খুশি নয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত সিআইডি’র কাছে জানতে চান ঘটনার এতো দিন পরেও লালন শেখের মৃত্যু নিয়ে তার স্ত্রী’র বয়ান কেন নেওয়া হয়নি। শুক্রবার এই একই মামলায় আদালতে হলফনামা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার দাবি রাজ্য পুলিশের তত্বাবধানে লালন শেখের ময়নাতদন্ত হয়েছিল তা যথেষ্ট সন্দেহজনক।


সিবিআই (CBI) হেপাজতে লালন শেখের মৃত্যুর পর তাঁর স্ত্রী অভিযোগ করেছিল তাঁর স্বামীকে খুন করা হয়েছে। সেই প্রসঙ্গে আদালত সিআইডি’র কাছে জানতে চান কেন তার বয়ান নেওয়া হয়নি। সিআইডি আদালতকে জানায় তার মানষিক অবস্থঅ ভালো নেই সেই কারনে বয়ান নেওয়া হয়নি। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি।পরে বিচারপতি লালন শেখের মৃত্যুর তদন্ত সিআইডি ডিআইজি’কে করার নির্দেশ দিয়েছেন।

Comments :0

Login to leave a comment