উত্তর- পূর্ব সফর সেরে রবিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী। গত ২২ অগস্ট কলকাতা সফর এসেছিলেন। এদিন ফের কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রে জানা গেছে এদিন তিনি রাজভবনে থাকবেন, সোমবার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সম্মিলিত কমান্ডার্স সম্মেলনের উদ্বোধন করবেন তিনি।
সেনা কমান্ডারদের এই সম্মেলন প্রতি দুবছর অন্তর হয়ে থাকে, এবার তা কলকাতায় হচ্ছে। বুধবার পর্যন্ত এই সম্মেলন ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হবে, তবে প্রধানমন্ত্রী সোমবার উদ্বোধন করে চলে যাবেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এবারের কমান্ডার সম্মেলনে মূল আলোচ্য বিষয় ভারতের সশস্ত্র বাহিনীতে ‘সংস্কার, রূপান্তর ও পরিবর্তন’। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে সম্মেলনে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও সম্মেলনে উপস্থিত থাকবেন। তাছাড়া প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব প্রমুখও অংশ নেবেন সম্মেলনে।
PM Modi In Kolkata
ফের কলকাতায় প্রধানমন্ত্রী

×
মন্তব্যসমূহ :0