ফের সিএবির মাথায় সৌরভ গাঙ্গুলি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে সৌরভ সহ তাঁর গোটা প্যানেল। সৌরভ সভাপতি পদে নিৰ্বাচিত হয়েছেন। ছয় বছর পর ফের সিএবিতে ফিরলেন সৌরভ।
সিএবি নির্বাচনে রবিবার বিকেল পর্যন্ত সময় ছিল মনোনয়ন জমা দেওয়ার। এদিনই মনোনয়ন জমা দেন সৌরভ গাঙ্গুলি এবং তাঁর প্যালেনের সদস্যরা। বিরোধী হিসাবে কেউ মনোনয়ন জমা না দেওয়ার জন্য বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন তাঁরা। ফলে ফের সিএবির সভাপতি হয়েছেন সৌরভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “সবাইকে ধন্যবাদ জানাই। এখানে কোনও বিরোধী নেই। সকলে সিএবির অংশ। ১৪৬ জনই আমার কাছের লোক। সবাই মিলে আমরা সিএবি চালাবো।”
মন্তব্যসমূহ :0