বিশ্বের সর্বত্র শান্তির পক্ষে আলোচনাকে উৎসাহ দদেয় চীন। কারণ চীন বিশ্বাস করে যুদ্ধ কোনও সমস্যার সমাধান করে না। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে এই ভাষাতেই কড়া প্রতিবাদ জানালো চীন।
আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধজোট ‘ন্যাটো’ গোষ্ঠীর দেশগুলিকে ট্রাম্পের প্রস্তাব ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মদত দেওয়ার অভিযোগ তুলে ট্রাম্প এই দেশগুলিকে বলেছেন চীনের ওপর ৫০-১০০ শতাংশ আমদানি চাপাতে।
শনিবার আমেরিকার এমন মন্তব্যেরই কড়া প্রতিবাদ করেছে চীন। সে দেশের বিদেশ মন্ত্রী ওয়াঙ ই বলেছেন, ‘‘শান্তি আলোচনা বাড়াতে দায়বদ্ধ চীন। যুদ্ধ বা নিষেধাজ্ঞা জারি করে কোনও সংঘাতের সমাধান হয় না। আলোচনার হাত ধরেই সমস্যা নিরসনের পথ খুঁজতে হয়।’’
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে অজুহাত করে ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি আমদানি শুল্ক চাপিয়েছে আমেরিকা। যা আসলে আমেরিকার পরোক্ষ নিষেধাজ্ঞা নীতির অংশ।
চীনের বিদেশ মন্ত্রী রয়েছেন স্লোভেনিয়ায়। সেখানে লুবিয়ানায় সাংবাদিক সম্মেলন করেন তিনি। তার আগেই তিনি বৈঠক করেন স্লোভেনিয়ার উপ প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে।
ওয়াঙ বলেছেন, ‘‘চীন এবং ইউরোপের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর হলে লাভ দু’পক্ষেরই।’’
সেই সঙ্গে বলেছেন, ‘‘চীন কারও সঙ্গে যুদ্ধ পরিকল্পনায় অংশীদার হয় না। রাজনৈতিক সমাধানে আগ্রহী চীন। আগ্রহী সাংস্কৃতিক বৈচিত্রের ধারা রক্ষায়। রাষ্ট্রসঙ্ঘের বোঝাপড়া অনুযায়ী আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা নেয় চীন।’’
China Trump
‘যুদ্ধ কোনও সমস্যা মেটায় না’, ট্রাম্পকে কড়া জবাব চীনের

×
মন্তব্যসমূহ :0