ASIA CUP 2025

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্জি খারিজ করলো আইসিসি

খেলা আন্তর্জাতিক

এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার ভারত পাকিস্তানের খেলার পর ভারতীয় খেলোয়াররা পাকিস্তানের কোন খেলোয়ার কোচিং স্টাফের সাথে করমর্দন করেনি। যা নিয়ে সরব হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে প্রতিযোগীতা থেকে দল তুলে নেওয়ার যেই হুমকি দিয়েছিল পিসিবি তার থেকে তারা সড়ে এসেছে।

সূত্রের খবর পিসিবি পরিচালক সহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কিছু কর্মকর্তা আগে থেকেই ভালোভাবে জানতেন যে দুই অধিনায়কের মধ্যে কোনও করমর্দন হবে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় খেলোয়াড় এবং ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। পিসিবি তাদের চিঠিতে জানিয়েছে যে পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে সূর্যকুমার যাদবের সাথে করমর্দন না করার পরামর্শ দিয়েছিলেন। এতে বলা হয়েছে যে ভারতীয় খেলোয়াড়রা প্রতিপক্ষ দলের সাথে করমর্দন করতে অস্বীকৃতি জানানোর পর আচরণবিধি লঙ্ঘন করেছেন।
আইসিসিকে লেখা চিঠিতে পিসিবি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করা হলে তারা তাদের দলকে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেবে। পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে।
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসে তার প্রতিপক্ষ অধিনায়কের সাথে কোন করমর্দন করেনি। খেলা শেষেও তারা কোন করমর্দন করেননি।

Comments :0

Login to leave a comment