DULEEP TROPHY 2025

দলীপ ট্রফি জয় সেন্ট্রাল জোনের

খেলা

সোমবার দলীপ ট্রফির ফাইনালে সাউথ জোনকে হারিয়ে জয় পেল সেন্ট্রাল জোন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে ৬উইকেটে জয়ী হল সেন্ট্রাল জোন। ১১ বছর পর এই শিরোপা জিতল সেন্ট্রাল জোন। ৬৫রান দরকার ছিল রজত পাট্টিদারের সেন্ট্রাল জোনকে খেতাবের জন্য। প্রথম ইনিংসে ৫১১রান করার পর ড্রাইভিং সিটেই ছিল সেন্ট্রাল জোন। দ্বিতীয় ইনিংসে সাউথ জোন ১৪৯রানেই অল আউট হয়ে যায়। সাউথ জোনের কোচ ভারতের প্রাক্তন খেলোয়াড় বালাজি জানিয়েছেন ' আমাদের ব্যাটিং লাইনের ব্যর্থতার জন্যই আমরা হেরে গেছি । বেশ কিছু শট আমাদের তরুণ ও অনভিজ্ঞ ব্যাটাররা ভুল খেলেছে '।

এই প্রতিযোগিতায় মধ্যপ্রদেশের অলরাউন্ডার সরাংশ জৈন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছে। প্রতিযোগিতায় ১৬টি উইকেট নিয়েছেন ৩২বছরের এই পেসার। তিনি জানিয়েছেন ' এই প্রতিযোগিতাটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ । এটা দলীপ ট্রফি। আমি সাফল্যকেই আরো এগিয়ে নিয়ে যেতে চাই '। ২০১৪-১৫ মরশুমে  এই প্রতিযোগিতাটি শেষবার চ্যাম্পিয়ন হয় সেন্ট্রাল জোন। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন