SFI DYFI

শিক্ষা ও কাজের দাবিতে মেদিনীপুরে জেলা শাসক অভিযান ছাত্র যুবদের

জেলা

শিক্ষা, কাজ এবং স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে মেদিনীপুরে মিছিল বামপন্থী ছাত্র যুব সংগঠন গুলোর। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে মিছিল শুরু হয় শহরের রিংরোড জুড়ে ৬ কিমি পথ অতিক্রম করে এই মিছিল। 
মিছিল জেলা শাসকের দপ্তর পর্যন্ত যায়। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থী ছাত্র যুবরা। ছাত্র যুবদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সাথে দেখা করে দাবি সনদ সহকারে ডেপুটেশন দেন।
এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী বলেন, শুধু মেদিনীপুর নয় গোটা রাজ্যের সব জেলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পথে রয়েছে বামপন্থী ছাত্র যুরবা। কলেজ বিশ্ববিদ্যালয়ে এখনও খালি রয়েছে আসন। সরকারি শিক্ষা ব্যবস্থা আজ তৃণমূলের দুর্নীতির কারণে উঠে যেতে বসেছে। এই লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই।

Comments :0

Login to leave a comment