আগেও মানুষ রামনবমী করেছে। কিন্তু এমন হিংসার জায়গায় চলে যাচ্ছে কেন? কেন ক্রিকেট ম্যাচ সরিয়ে দিতে হচ্ছে? বিজেপি প্রশ্রয় পাচ্ছে কেন? তৃণমূলের শাসন করেছেটা কী।
বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে এমন একাধিক প্রশ্ন তুলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। রাজ্যে বিভাজনের রাজনীতির জন্য কড়া সমালোচনা করেন তৃণমূল এবং বিজেপি, দু’দলেরই।
রামনবমীকে ঘিরে রাজনৈতিক মিছিল করার হুমকির আবহে ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চক্রবর্তী বলেন, একটা সরকার খেলা নিশ্চিত করার ব্যবস্থা নিতে পারছে না কেন। এর আগে নিরাপত্তার ধুয়ো তুলে আরজি কর কাণ্ড ঘিরে বাতিল করা হয়েছে ডার্বির ম্যাচ।
চক্রবর্তী বলেন, আমরা সম্প্রীতি চাই। এরা লড়াই লড়াই ভাব দেখায়। এক অংশের জনতাকে অন্য অংশের বিরুদ্ধে নামিয়ে দেয়। আসল উদ্দেশ্য এক, যাতে লুটের রাজত্ব চলতে পারে। যেমন বিজেপি তেমনই তৃণমূল।
তিনি বলেন, রাজ্যে দু’দলের মধ্যে পোস্টার যুদ্ধ চলছে। গত বিধানসভায় হয়েছিল হেলিকপ্টার যুদ্ধ। দলবদল যুদ্ধও শুরু হতে চলেছে। এদের রাজনীতিতে মানুষের প্রয়োজন, জীবনজীবিকার কোনও জায়গা নেই। উল্লেখ্য, রামনবমী এবং ঈদকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির রাজনীতিকে প্রতিরোধ করার ডাক দিয়েছে সিপিআই(এম)। সব স্তরের কর্মীদের পাশাপাশি গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সব অংশকে সজাগ থেকে বিভাজনের প্রয়াস রোখার আবেদন জানিয়েছে।
Sujan Chhakrabarty
রামনবমী নিয়ে ভয়ের পরিবেশ কেন, সরকার কী করছে, প্রশ্ন সুজন চক্রবর্তীর

×
Comments :0