Chattisgarh Polls

ছত্তিসগড়ে সরকার গড়তে চলেছে বিজেপি

জাতীয়

Cyclone michaung, Andhra pradesh, tamil Nadu

এক্সিট পোলের পূর্বাভাসের সম্পূর্ণ বিপরীতে, ছত্তিসগড়ে সরকার গড়তে চলেছে বিজেপি। যে কংগ্রেস ক্ষমতায় ফের ফিরে আসার পূর্বাভাষ ছিল তা ভুল প্রমাণিত হয়েছে। সকাল সাড়ে আটটায় পোস্টাল ব্যালট গণনা শেষ হয় এবং বর্তমানে ইভিএমের মাধ্যমে গণনা চলছে। পাটান আসনে বিজেপির বিজয় বাঘেলের চেয়ে এগিয়ে থাকায় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের টানা দ্বিতীয়বার  ক্ষমতা ধরে রাখার বিষয়টি আশাপ্রদ বলে মনে হচ্ছে।
ছত্তিসগড়ে বিজেপি ভোট পেয়েছে ৪৬.২৪ %; কংগ্রেস পেয়েছে ৪১.৯৮%, সিপিআই এবং সিপিআই(এম) যৌথভাবে পেয়েছে ০.৪৬ %; অন্যান্যরা ৫.৪৫% ভোট পেয়েছে।

Comments :0

Login to leave a comment