সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "আমাদের মূল শত্রু হচ্ছে মানুষকে প্রতিদিন কোন ঠাসা করতে চায় তারা। মানুষ নানা সংকটে জড়িয়ে রয়েছে। শিক্ষা-স্বাস্থ্য কর্মসংস্থান সব মিলিয়ে সমস্যা অনেক। মানুষের জীবন জীবিকার লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোটা ভারতবর্ষে বিজেপি মানুষের বিরুদ্ধে প্রতিদিন অপরাধ সংঘটিত করে যাচ্ছে। ট্রাম্পের মডেলে মোদী চলছে। পশ্চিমবাংলায় যেমন বিজেপি তেমন তৃণমূল। মোদী মডেলে মমতা মমতা মডেলে মোদী চলছে। বিজেপির তৃণমূল দুই'র বিরুদ্ধে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষের ইস্যুকে সামনে নিয়ে আমাদের লড়াই করতে হবে।
তিনি আরও বলেন, "গোটা রাজ্যের মানুষের মূল লড়াই জীবন জীবিকা ভবিষ্যতের। গণতন্ত্র মানুষের অধিকার এটা অত্যন্ত জরুরী। তা আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। এই কাজের অংশ হলো নির্বাচন। নির্বাচনের জন্যই শুধু পরিকল্পনা করি তা নয় পিছিয়ে পড়া মানুষ সমাজ দরিদ্র মানুষ তাঁদের কথা মাথায় রেখে গোটা সমাজকে এগিয়ে নিয়ে চলা এটাই আমাদের লক্ষ্য। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কালই ঘোষণা করেছেন ২৬ থেকেই ২৬ এর লড়াই। ২৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গেল। সেই অনুযায়ী আন্দোলন সংগঠন মানুষের মধ্যে আমাদের কথা পৌঁছে দেওয়া তা আমরা করব। বিজেপি তৃণমূল একই নৌকার যাত্রী তা মানুষ বুঝে গেছে। তাই আমাদের লড়াই চলবে।"
Comments :0