DYFI Conference

রুটি রুজির আন্দোলনকে আরও জোরদার করার শপথ যুবদের সম্মলনে

জেলা

বিভাজনের রাজনীতি রুখে রুটি রুজির আন্দোলনকে জোরদার করার শপথ নিয়ে রবিবার সম্পন্ন হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা ২৪ তম সম্মেলন। শনিবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।  সম্মেলন স্থলের নামকরণ হয়েছিল কমরেড সলিল দাশগুপ্ত মঞ্চ(কয়লা শ্রমিক ভবন) ও  কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর (রানিগঞ্জ)। জেলার ২৭ টি লোকাল কমিটি থেকে ২২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃন্দাবন দাস, অনামিকা সরকার, বিনোদ সিং, আবীর ঘোষকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী সম্মেলন পরিচালনা করেন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। সম্পাদকীয় রিপোর্ট পেশ করে বিদায়ী সম্পাদক ভিক্টর আচার্য। তিনি বলেন, জেলার সদস্য সংগ্রহ বেড়েছে। বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও রাজ্যের চুরি দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে ডিওয়াওএফআই সোচ্চার থেকেছে। প্রতিনিধিদের আলোচনায় জেলার শিল্প-কারখানা, যুব ও শ্রমিকদের কাজ এবং জেলার ভাষা ও ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতি রক্ষার কথা ফুটে উঠেছে। বিজেপি তৃণমূল সেটিং করে জেলাজুড়ে কয়লা, বালি, জমি লুটে সাধারণ বেকার যুবদের শামিল করার বিপদের কথা উদ্বেগের সঙ্গে জানিয়েছে যুব প্রতিনিধিরা।  বলা হয়েছে প্রশাসনিক মদতে দুর্নীতিকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় বেকারদের কাজের দাবি সহ আরজি করের নৃশংস ঘটনা থেকে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় জেলার সাধারণ যুবসমাজের মধ্যে ক্ষোভ বেড়েছে। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। দেশ বাঁচাতে ও রাজ্যে বদল আনতে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ব্যপক অংশের যুবদের শামিল করার আহ্বান জানান তিনি। সম্মেলন থেকে বৃন্দাবন দাসকে সম্পাদক ও ভিক্টর আচার্যকে সভাপতি করে ৫৫ জনের কমিটি গঠন করা হয়।

Comments :0

Login to leave a comment