রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার অনুমোদন দেওয়ার পরে দিল্লি কর্মকৃত্য বিল আইনে রূপান্তরিত হল। এই বিল নিয়ে বিরোধী দল থেকে কঠোর প্রতিরোধ তৈরি হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১ আগস্ট লোকসভায় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধন) বিল, ২০২৩ উত্থাপন করেন। তারপরে ৭ আগস্ট এই বিলটি রাজ্যসভায় পাস হয়। বিলটি, কেন্দ্রীয় সরকারকে দিল্লির সরকারি আমলাদের ওপর নিরঙ্কুশ কর্তৃত্ব প্রদান করার লক্ষ্যে তৈরি। আম আদমি পার্টি (এএপি) বিলটিকে সংসদে পেশ করা সবচেয়ে "অগণতান্ত্রিক" বিল হিসাবে অভিহিত করেছে।
সোমবার সংসদে দিল্লি কর্মকৃত্যক বিল পেশ করা হয়। আপ সহ বিরোধীরা এই বিলের বিরোধীতা করে। কিন্তু সংখ্যার জোরে কেন্দ্র এই বিল সংসদের দুই কক্ষে পাশ করিয়ে নেয়। এই বিল পাশ হওবার ফলে দিল্লি সরকারের আমলাদের ওপর রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। কেন্দ্রের অঙ্গুলিহেলনে চলতে হবে তাদের।
Comments :0