পরিবারের সদস্যদের জন্যও চেয়ার ছিল না। বলে ক’য়ে জোগার করতে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরিবারের সদস্যদের বসার চেয়ার। দূরদর্শন ছাড়া অন্য কোনও সংবাদমাধ্যমকেও ঢুকতে দেওয়া হলো না শেষকৃত্য অনুষ্ঠানে। থাকতে দেওয়া হয়নি জনতাকেও।
প্রয়াত মনমোহন সিংয়ের শেষকৃত্যে অব্যবস্থার অভিযোগে এমন একাধিক ঘটনা সামনে আনল কংগ্রেস। এর আগে কংগ্রেস ক্ষোভ জানায় নির্দিষ্ট সমাধিস্থলে শেষকৃত্য না হওয়ায়।
কংগ্রেস মুখপাত্র পবন খেরার অভিযোগ দূরদর্শন ছাড়া কোনো সংবাদ সংস্থাকে অনুমতি দেওয়া হয়নি। দূরদর্শন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপরই ক্যামেরা তাক করে ছিল। কংগ্রেসের মুখপাত্রের অভিযোগ,
শুধু কংগ্রেস নেতাদের নয় অপমানিত করা হয় মনমোহন সিংয়ের পরিবারকেও। তাঁদের জন্য সামনের সারিতে মাত্র ৩টি চেয়ার রাখা হয়েছিল। পরে কংগ্রেস নেতারা জোর করার জন্য তাঁর মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আসনের ব্যবস্থা হয়।
পবন খেরার অভিযোগ, প্রয়াত প্রধানমন্ত্রী স্ত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার সময়ও উঠে দাঁড়াননি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। নিগমবোধ ঘাটের পুরো অঞ্চলটিতে অব্যবস্থার স্পষ্ট ছাপ দেখা গিয়েছে। যারা শোক মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাঁদের জন্য কোনও স্থান ছিল না।
কংগ্রেস নেতাদের কথায়, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি এই আচরণ অবমাননাকর। এই দৃশ্য গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার অভাবকেই দৃঢ়ভাবে প্রকাশ করেছে।
manmohan singh funeral
শেষকৃত্যে অব্যবস্থা, ফের সরব কংগ্রেস
×
Comments :0