কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চও। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখল বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ।
রাজ্য স্বাস্থ্য দপ্তর চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতাল থেকে রায়গঞ্জে বদলি করেছিল। এই বদলির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশকে খারিজ করে অবিলম্বে ডাক্তার মাহাতোকে আর জি করে পুনরায় নিযুক্ত করার নির্দেশ দিয়েছিল। সেদিনই বিচারপতির বসুর এজলাসে রাজ্য সরকারের তরফে এই নির্দেশের উপর একদিনের স্থগিতাদেশ চাওয়া হয়। বিচারপতি বসুর রাজ্য সরকারের ওই আবেদন খারিজ করে দেয়। এরপরই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে ফের আপিল করে। রাজ্য সরকারের সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
চলতি বছরের মে মাসের শেষের দিকে ডাক্তার দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া ও অনিকেত মাহাতোকে জেলার হাসপাতালে বদলি করার নির্দেশ দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশের বিরোধিতা করে তিনজনই আদালতের দ্বারস্ত হয়েছিলেন।
Comments :0