DURAND CUP 2025

প্রথমার্ধের ফল গোলশূন্য

খেলা

যুবভারতীতে প্রথমার্ধের শেষে খেলার ফল ০-০ । প্রথমার্ধে ম্যাচে প্রাধান্য নিয়েই খেলছে লাল হলুদ। মাঝমাঠের রাশ নিজের হাতেই রাখছেন রশিদ। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। তবে পোস্ট ভাগ্যে আপাতত গোলদুর্গ অক্ষত রয়েছে নামধারীর। ম্যাচের ১৬ মিনিটে বিপিনের সেন্টার থেকে গোললাইন সেভ দেন নামধারি এফসির ডিফেন্ডার। ১৭ মিনিটে রশিদের  দূরপাল্লার শট সেভ করে দেন নীরজ কুমার। ২১ মিনিটে মাঝমাঠের মিগুয়েলের শট পোস্টে লেগে ফিরে আসে। ২২ মিনিটে রশিদের পাস থেকে মিগুয়েলের হেডটি ফের একবার পোস্টে লেগে ফিরে আসে। ৩৯ মিনিটে দিয়ামেন্টেকোসের শট সেভ করেন নামধারীর গোলরক্ষক নীরজ। ৪২ মিনিটে কর্নার থেকে দারুণ দক্ষতায় হেড করলেও ফের একবার পোস্টে লেগে ফিরে আসে।

Comments :0

Login to leave a comment