Calcutta Football League

কলকাতা লিগে ফের নামছে ইস্টবেঙ্গল

খেলা

ছবি সৌজন্য - ইস্টবেঙ্গল এএফসি অফিসিয়াল ফেসবুক পেজ

মঙ্গলবার কলকাতা লিগে ফের নামছে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ বেহালা স্পোর্টিং ক্লাব। গত ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল ইস্টবেঙ্গল। তাই এই ম্যাচে নামার আগে কিছুটা চাপে রয়েছে লাল হলুদ। তবে গত ম্যাচের থেকে প্রথম একাদশে পরিবর্তনের আশা খুব একটা নেই। গত ম্যাচে নজর কেড়েছিলেন আমান সিকে। তাই মঙ্গলবার তার দিকেই চেয়ে থাকবে লাল হলুদ জনতা।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ - আদিত্য, জোসেফ, চাকু মান্ডি, মনোতোশ , সুমন, তন্ময়, নসিব, গুইতে, বিজয়, আমান, সায়ন ।

Comments :0

Login to leave a comment