CALCUTTA FOOTBALL LEAGUE

কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবারের ম্যাচ

খেলা

রবিবার কলকাতা লিগের সুপার সিক্স পর্বের ম্যাচ। কিশোর ভারতীতে নামবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। এই পর্বের প্রথম ম্যাচে ৩ গোলে জয় পেয়েছিল লাল হলুদ। দ্বিতীয় ম্যাচে তাই জয়ের লক্ষ্যেই দল নামাবেন কোচ বিন জর্জ। গত ম্যাচে ইস্টবেঙ্গলের সায়ন ও দেবজিৎ কার্ড সমস্যায় ছিলেন না। তবে এই ম্যাচে তাদেরকে প্রথম একাদশে রেখেই দল গড়বেন বিনো। 

গত মাসেই ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল ডায়মন্ড হারবার এফসি । সেই অঘটনের নায়ক ছিলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী জবি জাস্টিন । তিনিও থাকবেন এই ম্যাচে। এই ম্যাচে আইএফএ-র তরফ থেকে কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। সম্পূর্ণ বিনামূল্যেই এই ম্যাচটিকে কিশোর ভারতীতে বিকেল ৩টে থেকে উপভোগ করতে পারবেন সমর্থকরা। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন