Elephant Dies

বিন্নাগুড়ি সেনা ছাউনিতে হাতির মৃত্যু

জেলা

বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতর এক স্ত্রী হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বন দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকালে রেতি জঙ্গল থেকে একটি স্ত্রী হাতি ছাউনির ভেতরে ঢুকে পড়ে। পরে সেনা জওয়ানরা হাতিটিকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। কাছে গিয়ে দেখা যায়, হাতিটি মৃত।
অন্যদিকে, সকাল থেকেই ওই হাতিটির গতিবিধির উপর নজর রাখছিল বনকর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগ ও পশুচিকিৎসকরা। প্রাথমিকভাবে অনুমান, অসুস্থতার কারণেই হাতিটির মৃত্যু হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, মৃত হাতিটি গর্ভবতী ছিল। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। বন দপ্তরের আধিকারিকদের মতে, রেতির জঙ্গল থেকে প্রায়ই বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে হাতিরা চলে আসে, এবং সেই চলাচলের সময়েই সম্ভবত এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Comments :0

Login to leave a comment