আইএসএলে দাগ না কাটতে পারলেও সুপার কাপ জয় করল এফসি গোয়া। জামশেদপুরকে তারা হারাল ৩-০ গোলে। ম্যাচের প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম গোলটি আসে বোরহার পা থেকে। ৫১ মিনিটে গোল করে ব্যাবধান বাড়ান সেই বোরহাই এবং দ্বিতীয়ার্ধের ৭২মিনিটে দেজান গোল করে জয় নিশ্চিত করেন। এই সুপার কাপ জয়ের ফলে আগামী মরশুমে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ বা ACL 2 এর যোগ্যতাঅর্জনের জন্য প্লে অফে খেলার ছাড়পত্র পাবে মানালো মার্কেজের দল। শিল্ড জিতে যে প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে সরাসরি জায়গা করে নিয়েছে মোহনবাগান।
Kalinga Super Cup
সুপার কাপ জয় গোয়ার

×
Comments :0