Sonam Wangchuk FCRA

ওয়াঙচুকের বিদেশি অনুদানের অনুমতি বাতিল, কারফিউ লেহ-তে

জাতীয়

সমাজকর্মী এবং লাদাখে পূর্ণরাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলনের নেতা সোনম ওয়াঙচুকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। কেন্দ্রের বিজেপি সরকার ওয়াঙচুকের বিদেশি অনুদান নেওয়ার অনুমতি খারিজ করেছে।
বুধবার লাদাখে পূর্ণরাজ্যের স্বীকৃতির দাবি আন্দোলন রাস্তায় নেমে পড়ে। ওয়াঙচুকের ডাকেই পূর্ণরাজ্য, সংবিধানের ষষ্ঠ তফসিলের স্বীকৃতির মতো দাবিতে চলছিল অনশন। ওই দিন দু’জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে নিয়ে যেতে হয়। কেন্দ্রের বিজেপি সরকারের ওপর ক্ষোভ তীব্র হয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে।
কেন্দ্রের অভিযোগ, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) বারবার ভেঙেছেন ওয়াঙচুক। তাঁর সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’ সঠিক হিসেব জমা দেয়নি।
কিভাবে আইন ভেঙেছেন ওয়াঙচুক? কেন্দ্রের অভিযোগ, তিনি এফসিআরএ অ্যাকাউন্টে বাস বিক্রির টাকা জমা করেছেন।
সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রশ্নে ওয়াঙচুকের সংস্থা জানিয়েছে যে বাসটি কেনা হয়েছিল বিদেশি অনুদানের অর্থে। সে কারণে এফসিআরএ অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়েছে। কিন্তু কেন্দ্র এই ব্যাখ্যা মানতে নারাজ।
আরও একটি অভিযোগে প্রশ্ন তোলা হবেছে সুইডেনের একটি দাতা সংস্থার থেকে অনুদান নেওয়া ঘিরে। পরিবেশ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রচার এবং সচেতনতা গড়ার জন্য নেওয়া হয় ওই অর্থ।
লাদাখে পূর্ণ রাজ্য স্বীকৃতির আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশ আন্দোলন। কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে পরিকাঠামো প্রকল্পের নামে কেন্দ্রীয় শাসনে বেপরোয়া মাত্রায় পরিবেশ ধ্বংসের অভিযোগে বারবার সরব হয়েছে ওয়াঙচুক। স্থানীয় মানুষ, যার বড় অংশ আদিবাসী, পরিবেশ এবং প্রকৃতির ওপর নির্ভরশীল হওয়ায় তাঁদের জীবন জীবিকা গুরুতর মাত্রায় ক্ষতিগ্রস্ত, বলেছেন তিনি। 
বৃহস্পতিবার লাদাখের রাজধানী লেহতে কারফিউ থাকার ফলে রাস্তা জনশূন্য থেকেছে। আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে রাস্তায়। অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে ভাঙচুরের অভিযোগে। 
বুধবার পূর্ণ রাজ্য এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল লেহ অ্যাপেক্স বডি। সেই আন্দোলনে অংশ নেয় অল্পবয়সীরা। যোগ দেন সব অংশের মানুষই। 
ওয়াঙচুক হিংসার নিন্দাই করেছেন। তিনি এই দিনটিকে লাদাখের সবচেয়ে শোকের দিন আখ্যা দেন। চারজনের মৃত্যু এবং বহু আহত হওয়ার ঘটনায় শোক জানান তিনি। অনশন প্রত্যাহারও করেন। কিন্তু বুধবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকেই দায়ী করে। 
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, কেন্দ্রের ভুলের কারণেই লাদাখে হিংসাত্মক হয়েছে আন্দোলন। 
লাদাখের পরিস্থিতির জন্য বিজেপি কংগ্রেসকে দায়ী করেছ। এ সংক্রান্ত এক প্রশ্নে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, বিজেপি’র অভ্যাস অন্যকে দায়ী করা। 
এদিকে লাদাখের অপর অংশ কারগিল ডেমোক্র্যাটিক অ্যালেয়েন্স নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। উল্লেখ্য, পূর্ণ রাজ্য জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু‘টি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তার একটি লাদাখ।

Comments :0

Login to leave a comment