ফসলের ন্যূনতম দাম নিশ্চয়তা আইনের দাবিতে সংসদ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন কৃষকদের একাংশ।
সংযুক্ত কিসান মোর্চা (নন পলিটিক্যাল) এবং কিসান মজদুর মোর্চা শুক্রবারই সংসদ অভিযানের ডাক দিয়েছে দিল্লি লাগোয়া শম্ভু সীমান্ত থেকে।
ফসলের ন্যূনতম দাম, যা সরকার ঘোষণা করে, সব কৃষক যাতে অন্তত সেই দাম পান, তার দাবিতে সারা দেশেই চলছে আন্দোলন। সংযুক্ত কিসান মোর্চা এমন একাধিক দাবিতে দেশের পাঁচশোর বেশি জেলায় বিক্ষোভ দেখিয়েছে নভেম্বরেই। কেন্দ্র এই আইনের প্রতিশ্রুতি দিলেও সেদিকে এক পা-ও এগোয়নি।
এদিন কৃষক মিছিলে উঠছে লখিমপুর খেরিতে ২০২১ সালে নিহত কৃষকদের পক্ষে বিচারের দাবিও। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র সরাসরি অভিযুক্ত গাড়ি চালিয়ে পাঁচ কৃষককে পিষে দেওয়ার ওই ঘটনায়।
শুক্রবার হরিয়ানার বিজেপি সরার শম্ভু সীমান্তে নিরাপত্তা আরও কড়া করেছে। এখানেই আন্দোলনরত কৃষকদের ওপর বিভিন্ন ঘটনায় কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে, চালানো হয়েছে লাঠি।
মুখ্যত পাঞ্জাবের কৃষকরা সংসদ অভিযানে যোগ দিচ্ছেন।
Farmers on Parliament March
প্রস্তুতি শম্ভু সীমান্তে, সংসদ অভিযানের ডাক কৃষকদের
×
Comments :0