আগুনে ভস্মীভূত ট্রেন লাইনের পাশে থাকা দুটি ঝুপড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। শনিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বসিরহাট থানার শিয়ালদহ হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনের ধোপাপাড়া রেলগেট সংলগ্ন এলাকায়। আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় জখম হয়নি কেউ। তবে পুড়ে গিয়েছে বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারনে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা ধোপাপাড়া গেট সংলগ্ন ঝুপড়িতে আগুন জ্বলতে দেখে বালতিতে করে জল দিয়ে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বাড়িতে ফেরেন পুড়ে যাওয়া দুই ঝুপড়ির বাসিন্দারা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। একটি ঝুপড়ির বাসিন্দা ভারতী দাস বলেন, ''আমি প্লাস্টিকের ব্যবসা করি। ঘরে চল্লিশ হাজার টাকার প্লাস্টিক সামগ্রী মজুত ছিল। এছাড়াও নগদ চার হাজার টাকা ঘরে ছিল। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন কোথায় থাকবো বুঝতে পারছি না।"
Fire
ভ্যাবলা স্টেশনের কাছে আগুন, ভস্মীভূত দুটি ঝুপড়ি

×
Comments :0