Teacher Baranagar Suicide

দেহ উদ্ধার শিক্ষিকার, অপমানের অভিযোগ ফেসবুক লাইভে

জেলা

অবসরের মুখে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে স্কুল। চলছে হেনস্তা, অপমান। ফেসবুক লাইভে এমন‌ অভিযোগ তুলে আত্মহত্যার সিদ্ধান্ত জানান স্কুল শিক্ষিকা। পরিজনরা তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন।
বরানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসবীর কৌর। বছর চুয়ান্নের মহিলা দীর্ঘদিন ডানলপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন।   অবসর নেওয়ার দু’বছর আগে থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হচ্ছিল বলে অভিযোগ।  অপমানজনক মন্তব্য করার অভিযোগ করেছিলেন মৃত স্কুল শিক্ষিকা জসবীর কৌর। 
ফেসবুক লাইভে জানান অভিযোগ। তারপরেই নিজের বাড়িতে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে খবর। 
ফেসবুক লাইভ দেখে দ্রুতপরিজনরা ছুটে এলে ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 
স্কুল প্রিন্সিপাল ড: গুরমিত কর আরজানি সহ পরিচালন সমিতির সভাপতি দেবেন্দ্র সিং বেনিপাল, বিদ্যালয়ের পরিচালন সমিতির সাধারণ সম্পাদক গুরুদেব সিং লাপারান এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মৃত স্কুল শিক্ষিকা জসবীর কৌরের ভাই যশবিন্দর সিং। 
ঘটনায় ব্যবস্থা এলাকার লোকজন এক হয়ে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন।

Comments :0

Login to leave a comment