চলতি সপ্তাহের শেষে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে বর্ষা। মঙ্গলবার মৌসম ভবন তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে কেরালায় প্রবেশ করবে বর্ষা। সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে কেরলে প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আশঙ্কা করা হচ্ছে সময়ের আগে বর্ষা প্রবেশ করার জন্য স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।
আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গরমেো দাপট থাকবে গোটা দক্ষিণবঙ্গে। মূলত সকালের দিকে গরমের জন্য অস্বস্তি অনুভূত হবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দু-এক পশলা বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে ওই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে টানা শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তর প্রায় সব জেলায়। কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও দুই দিনাজপুর এবং মালদহের কিছু জায়গায় বিক্ষপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্র ২৮ ডিগ্রি সেলসিয়াস।
WEATHER
ভারী বৃষ্টি উত্তরে, কলকাতায় থাকবে গরম, চলতি সপ্তাহেই মৌসুমি বায়ু কেরালায়

×
Comments :0