দেশের মাটিতে রেকর্ড রানে জিতল ভারত 'এ'। প্রথম বেসরকারি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া 'এ' দলকে তারা হারিয়ে দিল ১৭১ রানে।
প্রিয়াংশ আর্য (১০১), অধিনায়ক শ্রেয়স আইয়ার (১১০), রিয়ান পরাগ (৬৭), প্রভসিমরণ সিং (৫৬), আয়ুশ বাদোনি (৫০)। পাঁচজন ব্যাটার পঞ্চাশের বেশি করায় ভারত প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪১৩ তোলে।
পাল্টা জবাবে অস্ট্রেলিয়া দ্রুত রান তুললেও, ২৪২ এ অল আউট হয়ে যায়। ম্যাকেনজি হার্ভে (৬৮) অধিনায়ক উইল সুদার্ল্যান্ড (৫০) অর্ধ-শতরান করেন। উইকেটরক্ষক লাচলান শাহ (৪৫) কিছুটা রান করেন। বাকিরা ব্যাট হাতে ততটা সাফল্য পাননি। ভারতের নিশান্ত সিন্ধু ৫০ রানে ৪ উইকেট নেন।
IND-A vs AUS-A 1st ODI
রেকর্ড রানে জয়ী শ্রেয়সরা

×
Comments :0