IND-A vs AUS-A 1st ODI

‎রেকর্ড রানে জয়ী শ্রেয়সরা

খেলা

‎দেশের মাটিতে রেকর্ড রানে জিতল ভারত 'এ'। প্রথম বেসরকারি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া 'এ' দলকে তারা হারিয়ে দিল ১৭১ রানে।
‎প্রিয়াংশ আর্য (১০১), অধিনায়ক শ্রেয়স আইয়ার (১১০), রিয়ান পরাগ (৬৭), প্রভসিমরণ সিং (৫৬), আয়ুশ বাদোনি (৫০)। পাঁচজন ব্যাটার পঞ্চাশের বেশি করায় ভারত প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪১৩ তোলে।
‎পাল্টা জবাবে অস্ট্রেলিয়া দ্রুত রান তুললেও, ২৪২ এ অল আউট হয়ে যায়। ম্যাকেনজি হার্ভে (৬৮) অধিনায়ক উইল সুদার্ল্যান্ড (৫০) অর্ধ-শতরান করেন। উইকেটরক্ষক লাচলান শাহ (৪৫) কিছুটা রান করেন। বাকিরা ব্যাট হাতে ততটা সাফল্য পাননি। ভারতের নিশান্ত সিন্ধু ৫০ রানে ৪ উইকেট নেন।

Comments :0

Login to leave a comment