Stay in home

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত সাত, বাড়িতে থাকার নিদান মেয়রের

কলকাতা

জলমগ্ন শহর, বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে সাধারণ শহরবাসীকে বাড়ির বাইরে না বেরোনো নিদান দিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। শহরের জমা জল নামানোর জন্য এবং গোটা পরিস্থিতির উপর নজর রাখতে কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।  মেয়র পারিষদ নিকাশি তারক সিং এর পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম সেই কন্ট্রোল রুমে উপস্থিত রয়েছেন। 
ফিরহাদের কথায় শহরের যা পরিস্থিতি তাতে কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। জল কিভাবে নামবে সেই বিষয়ে কোন কথা শোনা যায়নি। মেয়র বলেছেন যে, জল নামানো কোন ভাবে সম্ভব হচ্ছে না, সব খাল ভরে গিয়েছে। 
উল্লেখ্য তৃণমূল পরিচালিত পৌরসভায় কলকাতা বেহাল নিকাশি ব্যবস্থার চিত্র বারবার সামনে ফুটে উঠেছে। পুকুর বুজিয়ে প্রোমোটিং করা, সৌন্দর্যায়নে নাম করে খাল বুঝিয়ে দেওয়ার মতন একাধিক ঘটনা এই শহরে ঘটেছে তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের আমলে।
এরই মধ্যে ৭ জন সহনগরীকে মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ফের প্রশ্ন উঠছে যে পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন পৌরসভার পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য।

Comments :0

Login to leave a comment