2025 Women's Hockey Asia Cup

উইমেন্স হকি এশিয়া কাপের ফাইনালে ভারত

খেলা

পুরুষদের পর এবার মহিলাদের সামনেও সুযোগ চলে এল হকিতে এশিয়ার সেরার খেতাব জেতার। শনিবার চীনের হাংজুতে এশিয়া কাপের সুপার ফোরে জাপানের বিরুদ্ধে ১-১ ড্র করেছে ভারত। অন্য ম্যাচে কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে চীন। ফলে আগামী রবিবার ফাইনালে নামবে ভারত ও চীন। প্রথম কোয়ার্টারের ৭মিনিটের মাথায় নেহার পাস্ থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন বিউটি দুং দুং। প্রথম কোয়ার্টারের এই গোলেই ভারত এগিয়ে ছিল পরের দুই কোয়ার্টারেও। তবে শেষ কোয়ার্টারে জাপানের আক্রমণ রুখতে বেশিরভাগ সময়ই রক্ষণ সামলাতে থাকেন সালিমা তেতেরা। সেই সময়ই ৫৮মিনিটে গোল শোধ দেন শিহো কোবাকোয়া । এই ম্যাচেই ভারতের নবনীত কৌর নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেললেন ভারতের জার্সিতে।

Comments :0

Login to leave a comment