পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। শনিবার ইডেনে পাকিস্তানের হার এই পরিণাম নিশ্চিত করে দিয়েছে। বুধবার মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে হবে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল।
বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে।
গত বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড হারানোর পর সেমিফাইনাল মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে আফগানিস্তান এবং পাকিস্তানের সামনে তখনও সুযোগ খোলা ছিল। সেক্ষেত্রে দু’দলকেই দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে হতো।
শুক্রবার আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। শনিবার ইডেনে পাকিস্তানের বিপক্ষে প্রথমেই ৩৩৭ রানের বিরাট স্কোর করে ইংল্যান্ড। পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে প্রথম ৬.৪ ওভারে সেই রান তুলতে হতো! পাকিস্তান ২৪৪ রানে একেবারেই গুটিয়ে যায়।
ICC WC SEMIFINAL
সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড, ইডেনে দঃ আফ্রিকা-অস্ট্রেলিয়া
×
Comments :0